Browser creates a web for the Amazon Android platform
ব্রাউজার তৈরী করলো অ্যামাজন
অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য একটি ওয়েব ব্রাউজার অবমুক্ত করেছে অ্যামাজন। "ইন্টারনেট" নামের এই ব্রাউজারটি বর্তমানে ভারতের বাজারের জন্য অবমুক্ত করা হয়েছে। সাশ্রয়ী ফোনে ধীরগতির ইন্টারনেট সংযোগের জন্য আদর্শ এই ওয়েব ব্রাউজারটি ক্রমান্বয়ে অন্যান্য দেশের জন্য অবমুক্ত করা হবে।
অ্যামাজন সাম্প্রতিক সময়ে তার ক্রমবর্ধমান বাজারের জন্য নতুন ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করছে। মাত্র ২ মেগাবাইট আকারের "ইন্টারনেট" ব্রাউজার সে প্রচেষ্টারই অংশ। তবে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ব্রাউজার নির্মাণে অ্যামাজনকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে প্লাটফর্মেরই নিজস্ব গুগল ক্রোম ব্রাউজারের সাথে.
অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য একটি ওয়েব ব্রাউজার অবমুক্ত করেছে অ্যামাজন। "ইন্টারনেট" নামের এই ব্রাউজারটি বর্তমানে ভারতের বাজারের জন্য অবমুক্ত করা হয়েছে। সাশ্রয়ী ফোনে ধীরগতির ইন্টারনেট সংযোগের জন্য আদর্শ এই ওয়েব ব্রাউজারটি ক্রমান্বয়ে অন্যান্য দেশের জন্য অবমুক্ত করা হবে।
অ্যামাজন সাম্প্রতিক সময়ে তার ক্রমবর্ধমান বাজারের জন্য নতুন ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করছে। মাত্র ২ মেগাবাইট আকারের "ইন্টারনেট" ব্রাউজার সে প্রচেষ্টারই অংশ। তবে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ব্রাউজার নির্মাণে অ্যামাজনকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে প্লাটফর্মেরই নিজস্ব গুগল ক্রোম ব্রাউজারের সাথে.

Comments
Post a Comment