নকিয়া ফোনের ব্যবসা সম্প্রসারণে ১০০ মিলিয়ন ডলারের ত‌হবিল সংগ্রহ এইচএমডি-র


ফিনিস্ ফোন নির্মাতা নকিয়া ২০১৪ সালে ফোন নির্মাণ ব্যবসার স্বত্ব বিক্রয় করে মাইক্রোসফটের কাছে। মাইক্রোসফট উইন্ডোজ ফোনের প্রসারে এ উদ্যোগ নিলেও তা সফলতার মুখ দেখেনি। পরবর্তীতে ২০১৬ সালে প্রাক্তন নকিয়া কর্মীদের প্রতিষ্ঠিত কোম্পানি এইচএমডি গ্লোবাল নতুন করে নকিয়া ফোন নির্মাণের স্বত্ব কিনে নেয় মাইক্রোসফটের কাছ থেকে। এবার সেই এইচএমডি ব্যবসা 
সম্প্রসারণে ১০০ মিলিয়ন ডলারের ত‌হবিল সংগ্রহ করলো।

Comments

Popular posts from this blog

Samsung Galaxy S7 and S7 edge update