কিভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম নিবন্ধিত
কিভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম নিবন্ধিত
সবাইকে রমজানের শুভেচ্ছা, আশা করি সবাই সুস্থ্য আছেন।
আমরা অনেকেই জানিনা কিভাবে নিজের নামে কতটি সিম রেজিষ্ট্রেশন করা আছে তা কিভাবে দেখতে হয়। অনেক সময় দেখা যায় কিছু অসাধু ব্যক্তি আপনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে, আপনার সিমের সাথে আরো কয়েকটা সিম রেজিস্ট্রেশান করে রাখে ও পরে সেটি বিক্রি করে। এই পোস্টে আপনারা জানতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশান করা আছে এবং সেগুলো কোন কোন অপারেটরের তা জানার পদ্ধতি।
যেভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে:
আপনার নামে নিবন্ধিত সিম হতে ডায়াল করুন *16001#
তারপর আপনার NID অথবা যে আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশান করেছেন সেটির শেষের চারটি ডিজিট বসান।
সেন্ড বাটনে ক্লিক করুন।
ফিরতে ম্যাসেজে আপনাকে সিমের শুরুর ও শেষের নাম্বার সহ জানিয়ে দেয়া হবে, আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে।
সতর্ক হোন, আপনার নিজস্ব আইডি কার্ড দিয়ে যেন কেউ জালিয়াতি না করতে পারে সেটি নিশ্চিত করুন।
সবাইকে রমজানের শুভেচ্ছা, আশা করি সবাই সুস্থ্য আছেন।
আমরা অনেকেই জানিনা কিভাবে নিজের নামে কতটি সিম রেজিষ্ট্রেশন করা আছে তা কিভাবে দেখতে হয়। অনেক সময় দেখা যায় কিছু অসাধু ব্যক্তি আপনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে, আপনার সিমের সাথে আরো কয়েকটা সিম রেজিস্ট্রেশান করে রাখে ও পরে সেটি বিক্রি করে। এই পোস্টে আপনারা জানতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশান করা আছে এবং সেগুলো কোন কোন অপারেটরের তা জানার পদ্ধতি।
যেভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে:
আপনার নামে নিবন্ধিত সিম হতে ডায়াল করুন *16001#
তারপর আপনার NID অথবা যে আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশান করেছেন সেটির শেষের চারটি ডিজিট বসান।
সেন্ড বাটনে ক্লিক করুন।
ফিরতে ম্যাসেজে আপনাকে সিমের শুরুর ও শেষের নাম্বার সহ জানিয়ে দেয়া হবে, আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে।
সতর্ক হোন, আপনার নিজস্ব আইডি কার্ড দিয়ে যেন কেউ জালিয়াতি না করতে পারে সেটি নিশ্চিত করুন।

Comments
Post a Comment