Skip to main content
ওপো আসছে নতুন নামে!
প্রিমিয়াম ফোনের নির্ভরযোগ্য নাম ওপো এবার নতুন নামে আসছে সাশ্রয়ী ফোন নিয়ে। মূলত ভারতীয় উপমহাদেশের বাজারকে উদ্দেশ করেই ওপোর এই উদ্দ্যোগ। সাশ্রয়ী ফোনে শীর্ষ নাম শাওমি ইতিমধ্যেই শক্তিশালী অবস্থানে রয়েছে ভারত ও চীনে। শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডের দৌঁড়ে নাম লেখাতে তাই ওপোর এই পদক্ষেপ প্রায় অবশ্যম্ভাবী ছিলো।
Comments
Post a Comment